Nexus of Wit by RUBCC

Inter University Ideation Competition

Registration Open Till: 30 September, 2024

Days
Hours
Minutes
Seconds
Time is over

Payment Method

bKash (Payment) 01627410105
bKash (Send Money) 01827360720
Nagad (Send Money) 01827360720
Rocket (Send Money) 01827360720
Upay (Send Money) 01827360720

Registration Closed

TEAM INFORMATION *

Participant 1 (Leader) *

Participant 2

Participant 3

Payment Method (Pay 300 TK Send Money to 01827360720) *

Important Dates

Registration Deadline Closed
Workshop 1 Closed
Round 1 (Online Submission) Closed
Workshop 2 Closed
Round 2 (Online Video Submission) Closed
Workshop 3 December 06, 2024
Round 3 (Grand Finale) December 28, 2024

FAQ

এটি হলো একটি আইডিয়েশন কম্পিটিশন প্রোগ্রাম। যেখানে নির্দিষ্ট টপিকের উপর ক্রিয়েটিভ ধারণা দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Nexus of Wit প্রোগ্রামটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিটি টিম নির্দিষ্ট টপিকের উপর ১/২ পৃষ্ঠার মধ্যে তাদের ধারণা প্রকাশ করবেন এবং তা ক্লাবে ইমেইল করবেন।
 
প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করতে পারলে দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করতে হবে,দ্বিতীয় ধাপে আপনার দেওয়া ধারণাকে ৩/৪ মিনিটের ভিডিও আকারে ক্লাবের হোয়াটসঅ্যাপ এ পাঠাতে হবে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব নামক ফেসবুক গ্রুপে আপলোড করতে হবে।
 
প্রথম এবং দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন করার পর তৃতীয় বা শেষ ধাপে অংশগ্রহণ করবেন। এ পর্যায়ে অংশগ্রহণকারী সকলেই স্ব শরীরে তাদের ধারণা সকলের সামনে উপস্থাপন করবেন।

বিচারকের মাধ্যমে সব বিবেচনার দ্বারা সেরা তিনটি দলকে বিজয়ী ঘোষনা করা হবে

অবশ্যই! সেরা তিনটি দল যথাক্রমে ১ম স্থান অধিকারি নগদ ২০,০০০ টাকা ২য় স্থান অধিকারি নগদ ১০,০০০ টাকা এবং ৩য় স্থান অধিকারি নগদ ৫,০০০ টাকা পুরস্কার পাবেন

না! মোটা অংকের নগদ টাকা সহ থাকছে ক্রেস্ট,সার্টিফিকেট এবং গিফ্ট বক্স। তাছাড়া বেস্ট প্রেজেন্টারের পুরস্কার তো আছেই। ফাইনালে অংশগ্রহণ করা সকলেই সার্টিফিকেট এবং গিফ্ট বক্স পাবে

স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।

অবশ্যই তাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত অবশ্যই তাকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে এবং একই বিশ্ববিদ্যালয়ের হতে হবে,তবে একই বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী একত্রে অংশগ্রহণ করতে পারবে।

সরকারি, বেসরকারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।

বাংলা অথবা ইংরেজি

সারা বাংলাদেশের যেকোন জায়গা থেকে, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করতে পারবে।

প্রতি টিমের জন্য ৩০০ টাকা রেজিষ্ট্রেশন ফি।

প্রতিটা টিম (১-৩) জন নিয়ে গঠিত হবে। তবে যদি কেউ চায় সেক্ষেত্রে সে একাই একটা টিম নিতে পারবেন।

একদমই সহজ। রেজিষ্ট্রেশন করতে আপনি ভিজিট করবেন www.rubcc.org/registration এবং সেখানে স্টেপ বাই স্টেপ গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

Contact US

RUBCC Logo W

Nurture | Lead | Transcend
Prepare yourself for life battle.

Club

History

Our Services

Our Offices

Terms of Services​

Career​

Help

Career

Privacy Policy

Terms of Services

F.A.Q.

Address

© 2024 Rabindra University Career Club – All rights reserved – Designed & developed by Shourov Sikder & SikderX.