এটি হলো একটি আইডিয়েশন কম্পিটিশন প্রোগ্রাম। যেখানে নির্দিষ্ট টপিকের উপর ক্রিয়েটিভ ধারণা দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিচারকের মাধ্যমে সব বিবেচনার দ্বারা সেরা তিনটি দলকে বিজয়ী ঘোষনা করা হবে
অবশ্যই! সেরা তিনটি দল যথাক্রমে ১ম স্থান অধিকারি নগদ ২০,০০০ টাকা ২য় স্থান অধিকারি নগদ ১০,০০০ টাকা এবং ৩য় স্থান অধিকারি নগদ ৫,০০০ টাকা পুরস্কার পাবেন
না! মোটা অংকের নগদ টাকা সহ থাকছে ক্রেস্ট,সার্টিফিকেট এবং গিফ্ট বক্স। তাছাড়া বেস্ট প্রেজেন্টারের পুরস্কার তো আছেই। ফাইনালে অংশগ্রহণ করা সকলেই সার্টিফিকেট এবং গিফ্ট বক্স পাবে
স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।
অবশ্যই তাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত অবশ্যই তাকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে এবং একই বিশ্ববিদ্যালয়ের হতে হবে,তবে একই বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী একত্রে অংশগ্রহণ করতে পারবে।
সরকারি, বেসরকারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।
বাংলা অথবা ইংরেজি
সারা বাংলাদেশের যেকোন জায়গা থেকে, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করতে পারবে।
প্রতি টিমের জন্য ৩০০ টাকা রেজিষ্ট্রেশন ফি।
প্রতিটা টিম (১-৩) জন নিয়ে গঠিত হবে। তবে যদি কেউ চায় সেক্ষেত্রে সে একাই একটা টিম নিতে পারবেন।
একদমই সহজ। রেজিষ্ট্রেশন করতে আপনি ভিজিট করবেন www.rubcc.org/registration এবং সেখানে স্টেপ বাই স্টেপ গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
Nurture | Lead | Transcend
Prepare yourself for life battle.